• সর্বশেষ সংবাদ স্ক্রল

    ফরিদপুর-১ আসনে বিএনপির নাসিরের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী দোলনের জিডি

      প্রতিনিধি 15 December 2025 , 7:31:04 প্রিন্ট সংস্করণ

    ফরিদপুর-১ আসনে বিএনপির নাসিরের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী দোলনের জিডি। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশের পর নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হুমকির আশঙ্কায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক ঢাকা টাইমসের সম্পাদক মো. আরিফুর রহমান দোলন। রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর রমনা থানায় তিনি এ জিডি করেন।

    জিডিতে তিনি অভিযোগ করেন, ফরিদপুর-১ আসনে (আলফাডাঙ্গা-মধুখালী-বোয়ালমারী) বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম তাকে নির্বাচন থেকে বিরত রাখতে নানা ধরনের ষড়যন্ত্র করছেন। এ উদ্দেশ্যে তার (নাসিরুল) অনুসারীদের দিয়ে মিথ্যা মামলা দেয়া, হয়রানি এবং প্রয়োজনে শারীরিক ক্ষতি করার পরিকল্পনার কথাও তিনি শুনেছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

    বিজ্ঞাপন

    জিডিতে আরও উল্লেখ করেন, তফসিল ঘোষণার পর তিনি ফরিদপুর-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেন। এরপর থেকেই তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট ও মন্তব্যের মাধ্যমে তাকে হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

    জিডিতে আরও বলা হয়, গত ৪ ডিসেম্বর দুপুরে খন্দকার নাসিরুল ইসলাম একাধিকবার ঢাকায় ঢাকা টাইমস কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দেন। তাকে সমর্থন না করলে নানা ধরনের হয়রানির মুখে পড়তে হতে পারে, এমন ইঙ্গিতও দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

    আরিফুর রহমান দোলন জিডিতে উল্লেখ করেন, তিনি একজন পেশাদার সাংবাদিক এবং সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সব সময় অহিংস নীতিতে বিশ্বাসী। অতীতে কিংবা বর্তমানে কোনো সহিংস বা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।

    আরিফুর রহমান দোলন বলেন, ‘যে কোনো সময় আমার ও আমার শুভাকাঙ্ক্ষীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা বা বড় ধরনের ক্ষতির চেষ্টা হতে পারে। সে কারণে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেটি আমলে নেয়ার জন্য বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে লিপিবদ্ধ করা প্রয়োজন।’

    রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাহাত খান বলেন, ‘আবেদনটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:54 PM যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ 7:17 PM সিইসি-বিএনপি বৈঠক: ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে আলোচনা 6:56 PM মন গলেনি ক্রিকেটারদের! অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল 6:55 PM মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 6:29 PM জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 6:17 PM ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু 6:10 PM বিসিবির অর্থ কমিটি থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি 5:47 PM গণ-অভ্যুত্থানের দায়মুক্তি অধ্যাদেশের অনুমোদন 4:26 PM জামায়াত জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত 4:13 PM দাবি মানার আগে মাঠে নামবেন না ক্রিকেটাররা