
প্রতিনিধি 14 December 2025 , 5:51:13 প্রিন্ট সংস্করণ

সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এ ফলাফল প্রকাশ করা হয়। এবার পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।

ভর্তি পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮ দশমিক ২১ শতাংশ)। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৯২ জন (১ দশমিক ৭৯ শতাংশ) জন। এছাড়া বহিষ্কৃত হন ২ জন।
এবারে ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৮১ হাজার ৬৪২ জন (৬৬ দশমিক ৫৭ শতাংশ), যাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮ দশমিক ১৩ শতাংশ) এবং নারী পরীক্ষার্থী রয়েছে ৫০ হাজার ৫১৪ জন (৬১ দশমিক ৮৭ শতাংশ)।