
প্রতিনিধি 13 December 2025 , 7:19:16 প্রিন্ট সংস্করণ

ঢাকার কেরানীগঞ্জের জাবালে নূর মার্কেটে লাগা আগুন প্রায় ১২ ঘণ্টা পরে নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টা ৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা শাহজাহান মিয়া। তিনি জানান, অগ্নিকাণ্ডের এ ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনকে জাবালে নূর মার্কেট থেকে উদ্ধার করেছেন ফায়ারের কর্মীরা। তবে আগুন কীভাবে লেগেছে সেটা জানা যায়নি। ভোর সাড়ে পাঁচটা থেকে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট টানা কাজ করে। আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ হতে সময় লাগবে।
এর আগে ভোর ৫টায় জাবালে নূর মার্কেটে আগুন লাগে। খবর পেয়েই সেখানে ছুটে যান ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ারের সঙ্গে কাজ করেন মার্কেটের ব্যবসায়ী এবং কর্মীরাও।
কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার উমর ফারুক বলেন, ভবনগুলোতে রাজউকের কোনো ব্লিডিং কোড মানা হয়নি। তদন্ত করে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অগ্নিকাণ্ডের কারণ জানতে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।