• আইন-আদালত

    সবার সহযোগিতায় সুপ্রিম কোর্ট সচিবালয় পেয়েছি: ড. সৈয়দ রেফাত আহমেদ

      প্রতিনিধি 12 December 2025 , 7:30:48 প্রিন্ট সংস্করণ

    প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশেষ প্রতিনিধি: প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় এবং স্টেকহোল্ডার হিসেবে প্রত্যেকের কোনো না কোনো সাহায্যে আমরা সম্মিলিতভাবে এই সচিবালয় পেয়েছি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট মসজিদ সংলগ্ন ভবনে সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রধান বিচারপতি এসব কথা বলেন।

    প্রধান বিচারপতি বলেন, আমরা প্রকৃত অর্থে প্রাতিষ্ঠানিক এক ঐতিহাসিক সন্ধিক্ষণে আমাদের নিজেদেরকে আমরা পাচ্ছি। এখানে যাদেরকে দেখছেন আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায়; আমরা তাদের এইডে এবং স্টেকহোল্ডার হিসেবে কালেক্টিভলি আমাদের এই সচিবালয় প্রাপ্তি হয়েছে। ২৬ বছরের যাত্রা কিন্তু এটি এখানে শেষ হলো না। আমাদের এখন সবচেয়ে বড় যে পদক্ষেপ নিতে হবে সেটা হচ্ছে এই সচিবালয়ের যে কার্যক্রম এটা স্থায়িত্ব বজায় রাখা এবং সামনের মাস এবং বছরগুলো বলে দেবে সেটা আমরা কত সাফল্যের সাথে সেটা আমরা অর্জন করতে পারব।

    বিজ্ঞাপন

    তিনি আরও বলেন, একটা জিনিস (সচিবালয়) হয়েছে। এখন কিন্তু এই যে ক্ষমতা-আমাদের সাংবিধানিক ক্ষমতা বিচারকার্য পরিচালনা করা এবং বিচার ব্যবস্থা পরিচালনা করা-সেটা কিন্তু সবকিছু কনসেন্ট্রেটেড (হস্তান্তরিত) হয়ে গেল সুপ্রিম কোর্টের কাছে।

    ‘এটার সাফল্য যতটা আমাদের অর্জন হবে এটার ব্যর্থতাও কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে। সেই দিক থেকে সবার কাছে আমার আহ্বান রইল আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদের তো বটেই এবং আমাদের যত স্টেকহোল্ডার আছেন তাদের সবাইকে আইনের শাসন বজায় রাখা, গণতন্ত্রকে বজায় রাখা-এই সচিবালয় ধারাবাহিকতা যেন অটল থাকে।’

    গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, ‘আপনাদের (মিডিয়া) আমি সবসময় বলি ফোর্থ স্টেট। প্রিন্টেড, ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন; আপনারা গত ১৬ মাসে আমাদেরকে যে সহযোগিতা দিয়েছেন, সারা দেশে আমাদের যে বার্তা পৌঁছে দিয়েছেন, সেটার জন্য আমি আপনাদের কাছে ব্যক্তিগতভাবে অনেক অনেক কৃতজ্ঞ এবং আপনাদের ছাড়া এটা করতে পারতাম না এবং এই সামনের যাত্রাটাও আপনারা আশা করি আমাদের পাশে থাকবেন-এই আশা করি আজকের এই শুভ সূচনা হচ্ছে এবং আমাদের দেখবেন আমাদের কার্যক্রম।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:52 PM নির্বাচনের আগে একের পর এক হত্যাকাণ্ড, বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ 10:06 PM নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা, জানাল প্রেস উইং 9:52 PM বাবার হোটেলের কর্মচারী মিলনের হাতেই খুন হন শিক্ষার্থী নিলি 8:10 PM শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ: ঢাকা বিভাগীয় কমিশনার 7:52 PM মিয়ানমার থেকে আসা গুলিতে আহত শিশু’র অবস্থা আশঙ্কাজনক 7:15 PM ‘ইরানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ১০৯ সদস্য নিহত’ 7:00 PM দ্বিতীয় দিনে ৫৭ জনের আপিল মঞ্জুর করেছে ইসি 6:49 PM ‘সব ইইউ পর্যবেক্ষক নিরপেক্ষ মতামতের জন্য দায়বদ্ধ’ 6:29 PM প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ 6:22 PM বড় পরিবর্তন আসছে আমদানি নীতি আদেশে, খসড়া প্রস্তুত