
প্রতিনিধি 7 December 2025 , 4:17:21 প্রিন্ট সংস্করণ

বিএনপি ক্ষমতায় এলে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নীতি সব অংশীজনদের নিয়ে রিভিউ করবে বলে আশ্বস্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ (রোববার, ৭ ডিসেম্বর) সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম আয়োজিত গোলটেবিল বৈঠকে কথা বলার সময় এমন আশ্বাস দেন তিনি।
এসময় এনইআইআর নীতি রিভিউয়ের প্রয়োজনীয়তা আছে উল্লেখ করে আমির খসরু বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে এনইআইআর নীতি সব অংশীজনদের নিয়ে রিভিউ করা হবে।’

তিনি বলেন, ‘স্মার্টফোন কত সহজে মানুষের হাতে পৌঁছানো যায়, সেটা একটা সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত। স্মার্টফোন উৎপাদক ও আমদানিকারকদের মধ্যে ট্যাক্স পার্থক্য যৌক্তিক হতে হবে।’
তিনি আরও বলেন, ‘ক্ষমতায় গেলে আমদানিকারকদের ট্যাক্স ফ্রি, বন্ডেড ওয়ার হাউজ ও ব্যাক ট্যু ব্যাক এলসি দেবে বিএনপি। পৃষ্ঠপোষকতার ব্যবসা বাণিজ্য বাংলাদেশকে বছরের পর বছর ক্ষতিগ্রস্ত করে গেছে। এ পৃষ্ঠপোষকতার ব্যবসা-বাণিজ্য বন্ধ করতে হবে।’
এছাড়া এনইআইআর এভাবেই বাস্তবায়ন হলে স্মার্টফোনের বাজার একচেটিয়া হবে এবং দাম আরও বাড়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি।