
প্রতিনিধি 5 December 2025 , 7:36:18 প্রিন্ট সংস্করণ

ফরিদপুরের ভাঙ্গায় ইজিবাইককে বাসের চাপা দেয়ার ঘটনায় আরও একজন মারা গেছেন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। এর আগে, দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের নুরুন্নাহার বেগম (৪৫), নুরুন্নাহার বেগমের মেয়ে রিমু আক্তার (২৩) ও তার নাতি রায়হান (২ বছর ৬ মাস)। আরেকজন অজ্ঞাত পুরুষ (আনুমানিক ৫৬ বছর)।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা উপজেলা শহর থেকে অটোরিকশাটি (ইজিবাইক) ঘারুয়া ইউনিয়নের দিকে যাচ্ছিল। একই সময় কুয়াকাটা থেকে মেহেরপুরগামী নিউ মডার্ন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই ৩ যাত্রী মারা যান। হাসপাতালে নেয়ার পর বিকেল ৩টার দিকে আরও একজনের মৃত্যু হয়।