...
  • বাণিজ্য

    শীতের মৌসুম তবুও বাজারে সবজির দাম বাড়তি

      প্রতিনিধি 5 December 2025 , 6:19:17 প্রিন্ট সংস্করণ

    শীতের মৌসুম তবুও বাজারে সবজির দাম বাড়তি। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শীতের মৌসুমে বাজারে সবজির দাম তুলনামূলক কম থাকে। তবে এবার বাজারে সবজির দাম বাড়তি। মূলা আর পেঁপে ছাড়া অধিকাংশ সবজির দাম প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকার ঘরে রয়েছে। আবার কয়েকটি সবজি ১০০ টাকাতেও বিক্রি হচ্ছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা গেছে।

    রাজধানীর শান্তিনগর বাজারে প্রতিপিস ফুলকপি (মাঝারি) বিক্রি হচ্ছে ৪০ টাকায়, বাঁধা কপিও (মাঝারি) প্রতি পিস ৪০ টাকা, এছাড়া প্রতি কেজি বেগুন (গোল) ৮০ টাকা, মুলা প্রতি কেজি ৪০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, গাজর প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

    বিজ্ঞাপন

    এ ছাড়া শালগম প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, শিম প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, নতুন আলু প্রতি কেজি ১২০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

    সাপ্তাহিক ছুটির দিনে বেসরকারি চাকরিজীবী হোসেন-সবজির দাম নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, ‘শীত মৌসুম আসলে সব ধরনের সবজির দাম কমে যায়। কিন্তু এবার দেখছি শীত এসেছে ঠিকই কিন্তু সব সবজির দাম বেড়েছে। তবুও বাধ্য হয়ে বাসায় খাবার জন্য সবজি কিনতে হচ্ছে’।

    সবজি দাম বাড়তি হওয়ার কারণ হিসেবে, মালিবাগ বাজারের বিক্রেতা এরশাদ আলী গণমাধ্যমকে বলেন, ‘পাইকারি বাজারে সবজির সরবরাহ তুলনামূলক কম। সে কারণে আমাদের কেনা দাম বেশি পড়ছে, ফলে বিক্রিও বেশি দামে’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:00 PM জামিন পেলেন তাহরিমা জান্নাত সুরভী 6:46 PM বিএনপিকে ভোট দিতে চায় ৭০ শতাংশ মানুষ 6:41 PM ৬৭ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ 6:06 PM ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন 5:52 PM ভেনেজুয়েলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ প্রকাশ 5:00 PM বেগম জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক বার্তা হস্তান্তর 4:56 PM ২০২৫ সালে বাংলাদেশে ২.৫৭ বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে এডিবি 4:43 PM বর্তমান সরকারের মেয়াদে চালু হবে না শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল 4:14 PM নাসুমের ঘূর্ণিতে বিধ্বস্ত নোয়াখালী 4:06 PM আনিসুল হকের ৩ টি গাড়ি ও ১৭ বিঘা জমি জব্দের আদেশ
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.