• চাকরি

    ইতালিতে ৫ লাখ কর্মী নেওয়ার পরিকল্পনা- জানুন আবেদন প্রক্রিয়া

      প্রতিনিধি 2 December 2025 , 1:54:49 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইতালির নতুন ডেক্রেতো ফ্লুসি বা ফ্লো ডিক্রি অনুযায়ী পরিবহন, কৃষি, নির্মাণ, উৎপাদনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে আগামী তিন বছরে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থাকা দেশগুলো থেকে প্রায় পাঁচ লাখ কর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

    একই সঙ্গে ফ্রিল্যান্সার, স্টার্ট-আপ উদ্যোক্তা ও স্বনির্ভর পেশাজীবীদের জন্যও সীমিত কোটায় সুযোগ রাখা হয়েছে।

    ২০২৬–২০২৮ মেয়াদের এই নীতিমালায় বলা হয়েছে, এই সময়ে নিয়মিত অভিবাসন প্রক্রিয়ার মাধ্যমে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী ইতালিতে কাজের অনুমতি পাবেন- গড়ে প্রতি বছর প্রায় ১ লাখ ৬৫ হাজার জন। বিশ্লেষকদের মতে, নীতিটিতে সুযোগ বাড়লেও প্রতারণা ও শোষণের ঝুঁকি এখনো রয়ে গেছে।

    ফ্লো ডিক্রি কী?

    ইতালির শ্রমবাজারে কোন দেশের কতজন কর্মী আসতে পারবে এবং তাদের জন্য কী নিয়ম প্রযোজ্য হবে—এটি নির্ধারণ করে এই ফ্লো ডিক্রি। মূল লক্ষ্য হলো—

    নিরাপদ ও বৈধ অভিবাসনের পথ তৈরি করা

    শ্রমঘাটতি পূরণ

    উৎস দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানো

    ২০২৬–২০২৮ মেয়াদের ফ্লো ডিক্রিতে মৌসুমি, অ-মৌসুমি ও স্বনির্ভর কর্মীদের জন্য আলাদা কোটা রাখা হয়েছে। এছাড়া শরণার্থী, রাষ্ট্রহীন ব্যক্তি ও পরিচর্যাকারীদের জন্য আছে অতিরিক্ত সুবিধা।

    আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) বলছে—বৈধ অভিবাসনের পথ বাড়ালে অনিয়মিত অভিবাসন কমে এবং জীবনঝুঁকিও হ্রাস পায়।

    যেসব খাতে অ-মৌসুমি কর্মী নেওয়া হবে

    পরিবহন ও লজিস্টিক

    ধাতব ও যান্ত্রিক শিল্প

    পর্যটন

    কৃষি ও কৃষিজ উৎপাদন

    নির্মাণ

    উৎপাদন খাত

    স্বনির্ভর বা স্বাধীন পেশাজীবীদের জন্য উদ্যোক্তা, শিল্পী, ফ্রিল্যান্সার ও স্টার্ট-আপ বিভাগে আলাদা কোটা রয়েছে।

    যাদের অগ্রাধিকার দেওয়া হবে

    ইতালির সঙ্গে অভিবাসন সহযোগিতায় থাকা দেশের কর্মী

    ইতালীয় বংশোদ্ভূত (বিশেষত ভেনেজুয়েলা) ব্যক্তিরা

    শরণার্থী ও রাষ্ট্রহীন ব্যক্তি

    পারিবারিক যত্ন ও সামাজিক স্বাস্থ্যসহায়তাকারী

    নীতিতে যে নতুন সুবিধা যোগ হয়েছে

    নতুন নতুন খাতে কর্মী চাহিদা যুক্ত

    উৎস দেশে প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি

    নিরাপদ অভিবাসনে রাষ্ট্রীয় সহায়তা জোরদার

    দক্ষ কর্মীদের জন্য অতিরিক্ত সুবিধা

    বিজ্ঞাপন

    পড়াশোনা বা প্রশিক্ষণের পারমিটকে ওয়ার্ক পারমিটে রূপান্তর করার সুযোগ

    ডিজিটাল পদ্ধতিতে দ্রুত আবেদন প্রক্রিয়া

    উল্লেখ্য, বিদেশি কর্মী নিয়োগের আবেদন করতে হবে ইতালির নিয়োগকর্তাকেই। ভারত, শ্রীলঙ্কা, টিউনিশিয়া, মরক্কো, সেনেগাল, ইউক্রেন ও পেরুসহ কয়েকটি দেশ ইতালির সহযোগী দেশ হওয়ায় সেখানকার নাগরিকরা সুবিধা পাবেন।

    মৌসুমি কর্মীদের জন্য নির্দেশনা

    মৌসুমি কর্মীরা সাধারণত কৃষিকাজ বা পর্যটন খাতে অস্থায়ী কাজে ইতালি যান। অগ্রাধিকার পাবে—

    চুক্তিবদ্ধ দেশের নাগরিক

    গত পাঁচ বছরে ইতালিতে মৌসুমি কাজ করা কর্মী

    কৃষি বা পর্যটনখাতে অভিজ্ঞ ব্যক্তি

    আগে কাজ করে থাকলে একাধিক বছরের মৌসুমি অনুমতিও পাওয়া সম্ভব।

    ইতালিতে থাকা অভিবাসীদের জন্য সুযোগ

    নতুন ফ্লো ডিক্রিতে আরও কিছু বিশেষ সুবিধা আছে—

    প্রশিক্ষণ নেওয়া শরণার্থী ও রাষ্ট্রহীন ব্যক্তি

    ছাত্র বা প্রশিক্ষণ পারমিটধারীরা যারা এটি কাজের পারমিটে রূপান্তর করতে চান

    পরিচর্যা ও গৃহস্থালি কাজে নিযুক্ত কর্মী

    চুক্তিবদ্ধ দেশগুলোর নাগরিক

    যাদের কাগজপত্র নেই, কিন্তু গৃহস্থালি বা পরিচর্যার কাজে নিযুক্ত—নিয়োগকর্তা আবেদন করলে তাদের জন্য বৈধতার সুযোগ তৈরি হতে পারে।

    নিয়োগকর্তাদের করণীয় ও আবেদন সময়সূচি

    নিয়োগকর্তাদের ২৩ অক্টোবর থেকে ৭ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করতে হবে। কোটাভিত্তিক ক্লিক-ডে হলো-

    ১২ জানুয়ারি – কৃষিখাতে মৌসুমি কর্মী

    ৯ ফেব্রুয়ারি -পর্যটনশিল্পের মৌসুমি কর্মী

    ১৬ ফেব্রুয়ারি -চুক্তিবদ্ধ দেশের অ-মৌসুমি কর্মী

    ১৮ ফেব্রুয়ারি – অন্যান্য অ-মৌসুমি কর্মী

    আবেদন করতে মজুরি, বাসস্থানের ব্যবস্থা এবং কর্মী নিয়োগের যৌক্তিকতা প্রমাণ করতে হবে।

    প্রতারণার ঝুঁকি

    বিভিন্ন দেশে মানবপাচারবিরোধী সংস্থাগুলো জানিয়েছে, ২০২৪ সালে ফ্লো ডিক্রিকে কেন্দ্র করেই প্রতারণার ঘটনা বেড়েছে। অনেক মধ্যস্থতাকারী কাজ বা ভিসার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়ে গায়েব হয়ে যায়। মরক্কো, তিউনিশিয়া, ভারত ও মিসর থেকে অন্তত ১৩৯ জন এভাবে প্রতারিত হয়েছেন—যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

    এ ধরনের প্রতারণা শ্রম শোষণ ও মানবপাচারের ঝুঁকি বাড়ায়, তাই আবেদনকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:57 PM স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে 4:55 PM টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন 4:52 PM দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন: মির্জা ফখরুল 4:49 PM বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় জুট মিলের ৩ শ্রমিক নিহত 12:15 PM এক দশক পর জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু 11:44 AM রিয়ালকে কাঁদিয়ে সুপার কাপ জিতলো বার্সা 11:40 AM সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত 11:06 AM বনশ্রীতে স্কুলছাত্রী খুনের ঘটনায় রেস্তোরাঁকর্মী মিলন গ্রেপ্তার 11:04 AM বিক্ষোভ-সহিংসতায় জ্বলছে ইরান, বাড়ছে প্রাণহানি 11:01 AM ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানি চলছে