• আন্তর্জাতিক

    খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বিগ্ন মোদি, সব ধরনের সহায়তার আশ্বাস ভারতের

      প্রতিনিধি 1 December 2025 , 11:24:06 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার খবর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  একইসঙ্গে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে ভারত তার চিকিৎসার বিষয়ে সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

    সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা এক বার্তায় তিনি লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরে গভীরভাবে উদ্বিগ্ন। তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা এবং শুভকামনা।’ পাশাপাশি ভারত সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত জানিয়ে মোদি লিখেছেন, ‘আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত, যেভাবেই হোক।’

    বিজ্ঞাপন

    এদিকে খালেদা জিয়াকে আজ ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার। সাবেক প্রধানমন্ত্রীর জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়।

    গত ২৩ নভেম্বর নিউমোনিয়ার সমস্যা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেয়া হয়। তবে ধীরে ধীরে তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। তিনি এখন চিকিৎসকদের ট্রিটমেন্টে রেসপন্স করছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

    খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। তার চিকিৎসায় এরই মধ্যে পাঁচ সদস্যের চীনা মেডিকেল দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। মূল চিকিৎসক দল আগামীকাল (মঙ্গলবার) আসবে।

    এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    10:45 AM মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট 10:35 AM ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ 10:47 PM অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের 10:43 PM অধ্যাদেশ জারি: অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি এক কোটি টাকা 7:30 PM ওসমান হাদি হত্যা: বিচার করতে ব্যর্থ হলে সরকার পতনের আন্দোলন 7:26 PM জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল 7:12 PM ড. কামাল হাসপাতালে ভর্তি, দেশবাসীর কাছে দোয়া চেয়েছে গণফোরাম 7:00 PM জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি 6:51 PM বাংলাদেশ ব্যাংকের ঝুঁকিভিত্তিক সুপারভিশন, রোববার থেকে কার্যকর 6:43 PM ইউটিউব চ্যানেলে নাজনীন নীহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’