• রাজনীতি

    নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বিএনপি: রুহুল কবির রিজভী

      প্রতিনিধি 25 November 2025 , 7:29:55 প্রিন্ট সংস্করণ

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ‘বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত, কোনো ঘাটতি নেই। তবে তফসিল ঘোষণার পর অতিরিক্ত প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হবে-বলে জানিয়েছেন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষের প্রত্যাশা-জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটও একই দিনে অনুষ্ঠিত হোক। এতে ব্যয় কমবে এবং ভোটার উপস্থিতিও বাড়বে বলে তিনি মনে করেন। তিনি বলেন, ‘ভোটারদের ভোট দেয়ার প্রবল আকাঙ্ক্ষা রয়েছে। তারা আনন্দমুখর পরিবেশে ভোট দিতে চায়, আর সেই পরিবেশ ব্যাহত হওয়ার মতো কোনো পরিস্থিতি এখন নেই।’

    বিজ্ঞাপন

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, রাজনীতিতে ধর্মের অতিরিক্ত ব্যবহার অনুচিত। ধর্মীয় অপব্যাখ্যার ওপর ভিত্তি করে যারা রাজনীতি করছেন, তাদের ব্যাপারে জনগণই রায় দেবে। তিনি বলেন, অতিরিক্ত ধর্মীয় ব্যবহার রাজনীতির জন্য ক্ষতিকর এবং বিভাজন সৃষ্টিকারী।

    বিএনপির এই নেতা আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার অনুযায়ী রমজানের আগেই একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সব রাজনৈতিক দলকে এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়ার সুযোগ দিতে হবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে বহু দল বিরোধিতা করলেও ভবিষ্যতে তারা বিএনপির অংশ হতে পারে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:41 PM মুস্তাফিজকে বাদ দেয়াসহ আইসিসির ৩ সুপারিশ 6:38 PM চার দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে দেশে ফিরে আসার নির্দেশ 5:21 PM ভারতের কোনো জায়গাতেই খেলার পরিবেশ নেই: ক্রীড়া উপদেষ্টা 4:57 PM স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে 4:55 PM টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন 4:52 PM দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন: মির্জা ফখরুল 4:49 PM বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় জুট মিলের ৩ শ্রমিক নিহত 12:15 PM এক দশক পর জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু 11:44 AM রিয়ালকে কাঁদিয়ে সুপার কাপ জিতলো বার্সা 11:40 AM সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত