প্রতিনিধি 4 September 2025 , 6:47:50 প্রিন্ট সংস্করণ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী শনিবার (৬ সেপ্টেম্বর) সব নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সম্পর্কিত একটি সার্কুলার বুধবার (৩ সেপ্টেম্বর) আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে জারি করে, সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
গত ১৭ নভেম্বর-২০২৪, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে জারি করা সার্কুলার অনুযায়ী ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ৫ সেপ্টেম্বর (শুক্রবার) ছুটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্তক্রমে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঘোষিত ছুটি ৫ সেপ্টেম্বরের পরিবর্তে ৬ সেপ্টেম্বর (শনিবার) পুনঃনির্ধারণ করা হয়েছে।