...
চাকরি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন, নেত্রকোনায় ১৪৩ জনকে নিয়োগ

  প্রতিনিধি 10 September 2025 , 5:51:05 প্রিন্ট সংস্করণ

- সরকারি লোগো। (ফাইল ছবি)

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নেত্রকোনা সিভিল সার্জনের কার্যালয় ও এর অধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুনর্নিয়োগের এ বিজ্ঞপ্তিতে এই প্রতিষ্ঠানে বিভিন্ন পদে ১৪ থেকে ১৯তম গ্রেডে মোট ১৪৩ জনকে স্থায়ী/অস্থায়ীভাবে নিয়োগ দেয়া হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ৯ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। শুধু নেত্রকোনার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন। গত ২৭ আগস্ট এ পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৫। এর আগে ২০২৪ সালের ২ এপ্রিল প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

১. পদের নাম ও বিবরণ: পরিসংখ্যানবিদ, পদসংখ্যা-৮, আবেদনে যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।

২. স্টোরকিপার, পদসংখ্যা-৭, আবেদনে যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা-১৪, আবেদনে যোগ্যতা-এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির দক্ষতা থাকতে হবে। টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় অন্যূন ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

৪. স্বাস্থ্য সহকারী, পদসংখ্যা-১০৮, আবেদনে যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস হতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

৫. গাড়িচালক, পদসংখ্যা-৪, আবেদনে যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অধিক অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেয়া হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

৬. ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, পদসংখ্যা-২, আবেদনে যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)। বয়সসীমা- ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্য হতে হবে।

আবেদন প্রক্রিয়া ও নির্দেশনা: ১. আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা alljobs.query@teletalk.com.bd ও netrokona@cs.dghs.gov.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

এ ছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। ২. একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না।

আরও খবর

Sponsered content

সর্বশেষ সংবাদ
5:51 PM স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন, নেত্রকোনায় ১৪৩ জনকে নিয়োগ 5:17 PM বাংলাদেশ খুব মানসম্পন্ন দল: হংকং কোচ 4:01 PM এনসিপি থেকে ২ সাবেক সেনা কর্মকর্তার পদত্যাগ 3:54 PM মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত 2:20 PM জাতির উদ্দেশে ভাষণে কড়া সতর্কবার্তা দিলেন নেপালের সেনাপ্রধান 1:47 PM ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা সালাহউদ্দিন 12:47 PM শেখ হাসিনার পূবালী ব্যাংকের লকার জব্দ 9:58 AM কাতারে ইসরায়েলের হামলায় নিহত ৬, হাইকমান্ড অক্ষত 9:53 AM ডাকসু নির্বাচন : শিবিরের সাদিক ভিপি, ফরহাদ জিএস 3:11 AM ডাকসুর ভিপি হতে যাচ্ছেন শিবিরের সাদিক কায়েম
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.