...
জাতীয়

সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদ: আড়াই ঘণ্টা পর ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে অবরোধ উঠল

  প্রতিনিধি 5 September 2025 , 7:50:32 প্রিন্ট সংস্করণ

ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ।

আড়াই ঘণ্টা পর ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে অবরোধ তুলে নিয়েছেন স্থানীয় লোকজন। এতে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়েছে।

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে আজ শুক্রবার বিকেল চারটার দিকে ভাঙ্গা গোলচত্বরে এক্সপ্রেসওয়ে অবরোধ করেন হাজারো মানুষ। এতে দুই মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজট তৈরি হয়।

গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুরের দুটি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করা হয়। এর মধ্যে ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) ভাঙ্গা থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন বাদ দিয়ে ফরিদপুর-২ আসনের (নগরকান্দা ও সালথা) সঙ্গে যুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের পর থেকেই ভাঙ্গা উপজেলা বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান অবরোধস্থলে এসে জনদুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ইউএনও সমস্যার সমাধানের জন্য ৪৮ ঘণ্টা সময় চান।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, উপস্থিত জনতা ইউএনওর আহ্বান প্রত্যাখ্যান করে অবরোধ অব্যাহত রাখেন। একপর্যায়ে ইউএনও ঘটনাস্থল থেকে চলে যান। সন্ধ্যা সোয়া ৬টার দিয়ে অন্ধকার নেমে এলে এবং বৃষ্টি শুরু হলে ধীরে ধীরে অবরোধকারীরা স্বেচ্ছায় মহাসড়ক ছেড়ে চলে যান। এরপর সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে আবার সব পথে যান চলাচল শুরু হয়।

এর আগে সকাল সাড়ে আটটার দিকে ভাঙ্গার আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে প্রথম অবরোধ শুরু হয়। সকাল নয়টার মধ্যে হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ, মাধবপুর ও পুকুরিয়া এলাকায় শত শত মানুষ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন।

চার ঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমানের অনুরোধে দুপুর সাড়ে ১২টার দিকে তিন দিনের সময়সীমা দিয়ে অবরোধ প্রত্যাহার করা হয়। আগামী সোমবারের মধ্যে ভাঙ্গার বিভাজন বন্ধ না হলে মঙ্গলবার থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। কিন্তু বিকেল চারটার দিকে আবার অবরোধ শুরু হলে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিকেলের অবরোধে কর্মসূচিতে নেতৃত্ব দেন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক। তিনি বলেন, ভাঙ্গার এক ইঞ্চি মাটিও নগরকান্দার হাতে ছেড়ে দেওয়া হবে না।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বিকেল চারটার দিকে হাজারো লোকজন ভাঙ্গা গোলচত্বরে বসে অবরোধ শুরু করেন। এ সময় ঢাকা–বরিশাল মহাসড়কে দুটি ও ঢাকা–খুলনা মহাসড়কে চারটি টায়ারে আগুন ধরিয়ে অবরোধ করা হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘আমার মাটি আমার মা, ভাঙ্গা নগরকান্দায় যাবে না’, ‘জেগেছে রে জেগেছে, আলগীবাসী জেগেছে’, ‘রক্ত লাগলে রক্ত দিব, ভাঙ্গার মাটি ছাড়ব না’ ইত্যাদি স্লোগান দেন।

অবরোধের কারণে দুটি গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এতে দূরপাল্লার বাস, মালবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এদিকে বেলা সোয়া একটার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের পুখুড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় সমর্থকদের নিয়ে মিছিল করেন বাংলাদেশ কৃষক দলের সাধারণ সম্পাদক ফরিদপুর-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শহিদুল ইসলাম।

শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এই ভাগ আমরা কোনো অবস্থাতেই মেনে নেব না। প্রয়োজনে বিভাজন রোধে আমি ব্যক্তিগতভাবে আগামী রোববার কোর্টে যাব। আমাদের বক্তব্য ও অবস্থান স্পস্ট। আমরা একতাবদ্ধ। আমাদের মধ্যে কেউ কেউ অনৈক্য সৃষ্টি করার চেষ্টা করছেন। কিন্তু আমাদের এই আন্দোলন দলমত–নির্বিশেষে সবার।’

আরও খবর

Sponsered content

সর্বশেষ সংবাদ
5:00 PM নির্বাচনে নিরাপত্তা দেওয়া পুলিশের জন্য ঐতিহাসিক পরীক্ষা: আইজিপি 4:57 PM দুবাইয়ে আবেদনময়ী লুকে মিষ্টি জান্নাত 4:34 PM আমানত বৃদ্ধি ও ঋণ বিতরণে উপশাখার প্রবৃদ্ধি: কেন্দ্রীয় ব্যাংক 4:08 PM কোনো ব্যাংক লোকসানে থাকলে, বোনাস পাবে না কর্মকর্তারা: গভর্নর 4:08 PM ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার 4:03 PM ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে: ইসি আনোয়ারুল 4:00 PM বদরুদ্দীন উমর ছিলেন মুক্তবুদ্ধি-প্রগতি সংগ্রামের উজ্জ্বল বাতিঘর: প্রধান উপদেষ্টা 3:54 PM টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর 3:50 PM বাণিজ্যচুক্তিভুক্ত দেশগুলোকে কিছু শুল্ক ছাড় দিয়ে ট্রাম্পের নতুন আদেশ 3:46 PM এশিয়া কাপে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তাসকিন
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.