...
জাতীয়

৩৩ হাজার পূজা মণ্ডপ, বসানো যাবে না মদ-গাঁজার আসর: স্বরাষ্ট্র উপদেষ্টা

  নিজস্ব প্রতিবেদক 8 September 2025 , 4:44:08 প্রিন্ট সংস্করণ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এবার সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে উপদেষ্টা এ কথা জানান।

তিনি বলেন, পূজা উপলক্ষ্যে আশেপাশে যে মেলা বসে সেখানে মদ ও গাঁজার আসর বসে। এবার এসব মেলা হবে না। গাঁজা ও মদের আসর বসানো যাবে না।

দুর্গাপূজা সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীরা কোনো আশঙ্কা বা উদ্বেগের কথা জানায়নি বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে মণ্ডপগুলোতে শুধু আনসার সদস্যই থাকবেন তিন লাখ। এছাড়া পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালন করবেন। বর্ডার এলাকায় পূজা মণ্ডপের দায়িত্ব দেওয়া হবে বিজিবিকে। তবে সারাদেশেই আনসার নিয়োগ দেওয়া হবে।

উপদেষ্টা বলেন, এটা হিন্দুসম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, তাদের মধ্যে যারা আমাদের সঙ্গে ছিলেন, তারা অঙ্গীকার করেছেন এটা খুবই ভালো হবে। আইনশৃঙ্খলা রক্ষার্থে তাদের যে একটা বড় ভূমিকা রয়েছে। ২৪ ঘণ্টা যাতে মণ্ডপ পর্যবেক্ষণে থাকে, সে জন্য দিনে তিনজন করে, রাতে চারজন করে থাকবেন। তারাও ২৪ ঘণ্টা মণ্ডপ পর্যবেক্ষণ করবেন, যাতে কোনো ধরনের সমস্যা না হয়।

তিনি বলেন, আমরা একটি নতুন অ্যাপ করে দিয়েছি, যাতে কোনো ঘটনা ঘটলে এটির মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করতে পারবে। পাশাপাশি, ঘটনার কোনো সত্যতা আছে কিনা, সেটাও যাচাই করে দেখা যাবে।

আরও খবর

Sponsered content

সর্বশেষ সংবাদ
4:44 PM ৩৩ হাজার পূজা মণ্ডপ, বসানো যাবে না মদ-গাঁজার আসর: স্বরাষ্ট্র উপদেষ্টা 4:31 PM সিরাজগঞ্জে র‍্যাবের ভয়ে নদীতে ঝাঁপ দেয়ায় যুবকের মৃত্যু 3:52 PM নেপালে বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, রাজধানীতে সেনা মোতায়েন : নিহত ৮ 3:35 PM ‘আইএমএফ থেকে ২ বিলিয়ন আনতেই জান বের হয়ে যায়’ 3:18 PM রিট খারিজ, ভিপি প্রার্থীতা ফিরে পাচ্ছেন না জুলিয়াস সিজার 3:13 PM ভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ার বাংলাদেশের মাসুদ 3:04 PM ইয়েমেনে ফের হামলা চালাল সৌদি আরব 3:01 PM ফেসবুকে আইভীর কারামুক্তির খবর, আইনজীবীরা বললেন গুজব 2:37 PM ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের কয়েক প্রার্থীর ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবেল 1:31 PM ‘মঞ্চ ৭১’ ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সচিব শহীদ খানসহ গ্রেপ্তার ৬
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.