লাইফস্টাইল

সকাল বেলায় পেটে গ্যাসের উপস্থিতি, করণীয় কি?

  প্রতিনিধি 11 September 2025 , 7:30:07 প্রিন্ট সংস্করণ

- সকাল বেলায় পেটে গ্যাসের উপস্থিতি। ছবি: সংগৃহীত।

বিভিন্ন কারণে পেটে গ্যাস হতে পারে। সকাল বেলায় ঘুম থেকে উঠে এর উপস্থিতির সঙ্গে আমরা সবাই কম-বেশি পরিচিত। এটি কেবল শারীরিক অস্বস্তি নয় বরং কাজে মনোযোগ দেয়াও কঠিন হয়ে পড়ে। নিয়মিত কিছু অভ্যাসে পরিবর্তন এনে এই সমস্যা দূর করা সম্ভব। জেনে নেয়া যাক, এ বিষয়ে আপনার করণীয় কি-

কিছুক্ষণ হাঁটাহাঁটি করা যেতে পারে: শরীরের নড়াচড়া অন্ত্রের গতিশীলতা বাড়ায়। মূলত এটি পরিপাকতন্ত্রকে সচল রাখতে সাহায্য করে। এমনকি ১০ মিনিটের হালকা হাঁটাও পেটের গ্যাস সাহায্য করতে পারে। এ ছাড়াও বিভিন্ন ধরণের হালকা ব্যায়ামের মাধ্যমে, মল ত্যাগের সম্ভাবনা তৈরী হলে সেটি নিঃসরণের মাধ্যমে স্বস্তি পাওয়া যায়।

সম্ভব হলে পান করুন ভেষজ চা: এক কাপ ভেষজ চা সকালে পেট ফুলে যাওয়ার সমস্যা দূর করতে সাহায্য করে। পুদিনা, আদা, কাঁচা হলুদ এবং মৌরির মতো চায়ের প্রাকৃতিক কার্মিনেটিভ বৈশিষ্ট্য রয়েছে। যার অর্থ হলো এগুলো পরিপাকতন্ত্রের পেশী শিথিল করতে এবং গ্যাসের প্রবাহকে সহজ করতে সাহায্য করে।

অপরদিকে, সকালের খাবার অনেক গুরুত্বপূর্ণ। কারণ এটি সারাদিনের জন্য আপনাকে শক্তি জোগাতে সাহায্য করে। সম্ভব হলে, হাইড্রেট থাকুন এবং সহজে হজম হয় এমন খাবার গ্রহণ করুন। মিনারেল ওয়াটার পান করতে পারেন এটি পেটের আস্তরণকে প্রশমিত করে। বিশেষ করে হালকা গরম পানি এ ক্ষেত্রে বেশি কার্যকরী। তাই শরীরে পানির ঘাটতি যেন না হয়, সেদিকে খেয়াল রাখুন। এ ছাড়াও খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন।

সর্বশেষ সংবাদ
7:30 PM সকাল বেলায় পেটে গ্যাসের উপস্থিতি, করণীয় কি? 7:05 PM পুলিশের অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তা বদলি 6:52 PM জাকসু নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন, ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা 6:37 PM ভোট গ্রহণে অসংগতির অভিযোগে, জাকসু নির্বাচন বর্জন ছাত্রদলের 6:08 PM বড় দরপতনের পর মূল্যসূচকের উত্থান শেয়ারবাজারে 5:55 PM প্রজেক্ট ম্যানেজার পদে রেড ক্রিসেন্টে চাকরি 5:29 PM ফিলিস্তিনে নির্বিচারে হত্যা: ১২’শ শিল্পীর ইসরাইল বয়কটের ঘোষণা 5:21 PM প্রথমবার নারী বিশ্বকাপে একমাত্র বাংলাদেশি আম্পায়ার জেসি 4:52 PM রাজনৈতিক নেতা কার্কের হত্যাকাণ্ডে তারেক রহমানের নিন্দা 4:15 PM কারচুপির অভিযোগ এনে জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল