প্রতিনিধি 1 September 2025 , 3:56:39 প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ ও নেদারল্যান্ডস এর মধ্যকার সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জয় লাভ করেছে টাইগাররা। ফলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি রেকর্ড ভাঙার ম্যাচে ৩-২ ব্যবধানে সিরিজ জয় করেছে বাংলাদেশ। এর আগে টস জিতে ডাচদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় লিটন দাসের দল।
৪১ বল ও ৯ উইকেট হাতে রেখে। অব্যবহৃত বলের হিসেবে যা বাংলাদেশের তৃতীয় বড় জয়, উইকেটের হিসেবে দ্বিতীয় বৃহত্তম জয়। ১৪তম ওভারে প্রথম বলে কাইল ক্লাইনকে চার মেরে দলকে জয় এনে দেন ছক্কা রেকর্ড গড়া ওপেনার তানজিদ হাসান। তাতে ৩ ম্যাচের সিরিজটা এক ম্যাচ হাতে রেখেই জিতল বাংলাদেশ। শ্রীলঙ্কা ও পাকিস্তানের পর নেদারল্যান্ডস, লিটনরা টানা তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ জিতলেন। ম্যান অব দ্য ম্যাচ হলেন নাসুম আহমেদ।
১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার পারভেজ হোসেন ও তানজিদ হাসান ৫.৩ ওভারে এনে দেন ৪০ রান। পারভেজ ফিরে যাওয়ার পর অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ৬৪ রান যোগ করেন অধিনায়ক লিটন দাস ও তানজিদ। লিটন ১৮ বলে ১৮ ও তানজিদ ৪০ বলে ৫৪ রান করে অপরাজিত ছিলেন। ফিফটি করার পথে ৪টি চার ও ২টি ছক্কা মেরেছেন এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে এ সংস্করণে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়া তানজিদ।
সংক্ষিপ্ত স্কোর: নেদারল্যান্ডস- ১৭.৩ ওভারে ১০৩ (আরিয়ান দত্ত ৩০, বিক্রমজিৎ ২৪, শারিজ ১২; নাসুম ৩/২১, মোস্তাফিজ ২/১৮, তাসকিন ২/২২, তানজিম ১/১৬, মেহেদী ১/২৪)। বাংলাদেশ: ১৩.১ ওভারে ১০৪/১ (তানজিদ ৫৪, পারভেজ ২৩, লিটন ১৮; ক্লাইন ১/২০)। ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী। সিরিজ: ৩ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০তে এগিয়ে।