...
সর্বশেষ

মা-মেয়ে হত্যার বিচার দাবিতে, কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ

  প্রতিনিধি 9 September 2025 , 6:02:52 প্রিন্ট সংস্করণ

- কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আরফিন (২৩) ও তার মা তাহমিনা বেগমের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন কুবির শিক্ষার্থীরা। খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তারা কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে নগরীর কালিয়াজুরী এলাকার ‘নেলী কটেজ’ ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

দুপুর ১২টা থেকে এ বিক্ষোভ শুরু হয়, যা দুপুর ১টা পর্যন্ত চলে। নিহত সুমাইয়া কুমিল্লা আদালতের সাবেক হিসাবরক্ষক মৃত নুরুল ইসলামের মেয়ে। মা-মেয়ে নগরীর সুজানগর এলাকায় বসবাস করতেন। এদিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান গণমাধ্যমকে বলেন, ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্ত চলছে খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে। মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। তাৎক্ষণিকভাবে তারা নগরীর পুবালী চত্বরে মানববন্ধন ও পরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘পুলিশ সুপার আমাদের আশ্বস্ত করেছিলেন, ১২ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।কিন্তু সেই সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই’।

আরও খবর

Sponsered content

সর্বশেষ সংবাদ
6:02 PM মা-মেয়ে হত্যার বিচার দাবিতে, কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ 5:50 PM ডাকসু নির্বাচন: সংঘাতমুক্তভাবে ভোটগ্রহণ সম্পন্ন 5:01 PM ডাকসু নির্বাচন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা 4:51 PM ডাকসু নির্বাচন: ‘বেলা তিনটা পর্যন্ত পড়েছে ৭০ শতাংশ ভোট’ 4:27 PM নেপালে বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা 4:03 PM ব্যালট পেপারে অনিয়মের অভিযোগ ভিপি প্রার্থী আবিদুলের 10:22 AM সকাল থেকে শান্তিপূর্ণভাবে চলছে ডাকসুর ভোটগ্রহণ 10:17 AM নেপালজুড়ে জেন-জিদের বিক্ষোভ, ছড়িয়ে পড়েছে সারাদেশে 10:09 AM ডাকসু নির্বাচন : নারী ভোটকেন্দ্রে লম্বা লাইন 11:49 PM রাত পোহালেই ডাকসু নির্বাচন : যেভাবে ভোট দেবেন ভোটাররা
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.