রাজনীতি

ভোট গ্রহণে অসংগতির অভিযোগে, জাকসু নির্বাচন বর্জন ছাত্রদলের

  প্রতিনিধি 11 September 2025 , 6:37:12 প্রিন্ট সংস্করণ

- জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদলের। ছবি: সংগৃহীত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গ্রহণ অনিয়ম ও অসংগতিসহ বিভিন্ন অভিযোগ তুলে জাকসু নির্বাচন বর্জন করছে ছাত্রদল। ছাত্রদল–সমর্থিত প্যানেলের সাধারণ সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানজিলা হোসাইন (বৈশাখী) এ অভিযোগ করেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মওলানা ভাসানী হলের অতিথিকক্ষে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন তিনি।

তানজিলা অভিযোগ করেন, ভোট দেয়ার সময় ফজিলাতুন্নেসা হলে আঙুলে দেয়া কালি মুছে যাচ্ছিল। একটি ব্যালট ফ্লোরে পাওয়া গেছে। এসব কারণে দুই ঘণ্টা নির্বাচন বন্ধ ছিল। এ ছাড়া একটি হলে এ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থীকে ঢুকতে দেয়া হয়নি। তাজউদ্দীন হলে ভোটার লিস্টে ছবি না থাকায় ভোট বন্ধ ছিল। জামায়াত নেতার প্রতিষ্ঠান থেকে ছাপানো ব্যালটে ভোট হচ্ছে। সব হলে ছাত্রদলের প্যানেলের এজেন্টদের থাকতে দেয়া হয়নি।

অতিরিক্ত ব্যালট ছাপার বিষয়ে প্রশ্ন তুলে এ প্রার্থী বলেন, ‘আমাদের প্রশ্ন, জামায়াত নেতার কোম্পানি থেকে ছাপানো ব্যালট শতকরা ১০-২০ শতাংশ অতিরিক্ত ব্যালট শিবিরকে দেয়া হয়েছে কি না? হলগুলোতে আমাদের প্রার্থী ও এজেন্টদের বাধা দিয়ে ওই জাল ব্যালট দিয়ে ভোট কাস্ট করা হচ্ছে কি না? এসব ঘটনা প্রমাণ করে, টোটালি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে জাকসু নির্বাচনে’।

আরও খবর

Sponsered content

সর্বশেষ সংবাদ
6:37 PM ভোট গ্রহণে অসংগতির অভিযোগে, জাকসু নির্বাচন বর্জন ছাত্রদলের 6:08 PM বড় দরপতনের পর মূল্যসূচকের উত্থান শেয়ারবাজারে 5:55 PM প্রজেক্ট ম্যানেজার পদে রেড ক্রিসেন্টে চাকরি 5:29 PM ফিলিস্তিনে নির্বিচারে হত্যা: ১২’শ শিল্পীর ইসরাইল বয়কটের ঘোষণা 5:21 PM প্রথমবার নারী বিশ্বকাপে একমাত্র বাংলাদেশি আম্পায়ার জেসি 4:52 PM রাজনৈতিক নেতা কার্কের হত্যাকাণ্ডে তারেক রহমানের নিন্দা 4:15 PM কারচুপির অভিযোগ এনে জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল 3:53 PM আবারও কুড়িলে সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা 3:24 PM নতুন করে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিল ডিএমপি 3:03 PM হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালিয়েছেন নেপালের মন্ত্রীরা!