প্রতিনিধি 1 September 2025 , 1:38:22 প্রিন্ট সংস্করণ
ইউফোরিয়া তারকা সিডনি সুইনি ব্যক্তিগত জীবনের কিছু দারুণ মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন, যা তার সাম্প্রতিক জিনস বিতর্কের আবহ থেকে একেবারেই আলাদা।
২৭ বছর বয়সি এ অভিনেত্রী রোববার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে তার জার্মান শেফার্ড কুকুর স্কালির নতুন কিছু আদুরে ছবি প্রকাশ করেন। ছোট্ট পাপুর মতো প্রথম যেদিন তিনি স্কালিকে পরিচয় করিয়েছিলেন, আজ সে অনেক বড় হয়ে গেছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে স্কালি বাইরে বসে আছে, জিহ্বা বের করে মুখ মুচকি হাসি এবং মুগ্ধতা ছড়ানো চোখে তাকিয়ে আছে। অনুরাগীরাও খুশি হলেন সিডনির ব্যক্তিগত জীবনের বিরল এক ঝলকে।
গত কিছুদিন ধরে ব্যক্তিগত জীবন গোপন রাখছেন সিডনি। তাই এ ধরনের ভিন্নধর্মী আপডেটে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় বেশ উৎসাহ প্রকাশ করেছেন। সিডনির এই পোস্ট প্রকাশের কয়েক দিন আগেই জনপ্রিয় সংগীত ম্যানেজার স্কুটার ব্রাউনের (৪৪) সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।