প্রতিনিধি 5 September 2025 , 7:06:57 প্রিন্ট সংস্করণ
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা কেবল আরও সমস্যার সৃষ্টি করবে এবং যুদ্ধবিরতি প্রচেষ্টাকে বিপদের মুখে ফেলবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে অ্যাসোসিয়েট প্রেস।
বৃহস্পতিবার ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া ও দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর কুইটোতে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা সব দেশকে স্পষ্ট করে বলেছি—এই স্বীকৃতির ব্যাপারটা ভুয়া, এটা বাস্তব নয়। যদি এটা করা হয়, তাহলে আরও সমস্যা তৈরি হবে।’
রুবিও সতর্ক করে বলেন, এই স্বীকৃতির ফলে প্রতিক্রিয়া আসবে, যুদ্ধবিরতি পাওয়া আরও কঠিন হবে, এমনকি হামলার আশঙ্কাও তৈরি হতে পারে। তিনি ইসরাইলের পশ্চিম তীর সংযুক্তকরণ পরিকল্পনা নিয়ে সরাসরি মন্তব্য না করলেও বলেন, বিষয়টি ‘সম্পূর্ণ পূর্বানুমেয়’।