...
বিনোদন

ফিলিস্তিনে নির্বিচারে হত্যা: ১২’শ শিল্পীর ইসরাইল বয়কটের ঘোষণা

  প্রতিনিধি 11 September 2025 , 5:29:26 প্রিন্ট সংস্করণ

- ইসরাইলিদের বর্বরতা থামাতে কঠোর অবস্থানে বিশ্ব শিল্পী সমাজ। ছবি: সংগৃহীত।

হলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১২০০ শিল্পী গত দুই বছর ধরে ফিলিস্তিনের নীরিহ মানুষকে নির্বিচার নৃশংসভাবে ইসরাইল বাহিনীর হত্যার প্রতিবাদে, ইসরাইলের সঙ্গে কোনো ধরনের সাংস্কৃতিক বা চলচ্চিত্র-সম্পর্কিত কাজে আর অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন তারা। এখন পর্যন্ত ইসরাইলের ৬৪ হাজারের বেশি নিরীহ মানুষ নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের ওপর নির্বিচারে হত্যা ইসরাইলিদের বর্বরতা থামাতে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ব শিল্পী সমাজ।

যৌথ বিবৃতিতে শিল্পীরা জানান, ইসরাইলি প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় অভিনয় করবেন না তারা। শুধু তাই নয়, দেশটিতে আয়োজিত কোনো চলচ্চিত্র উৎসবেও অংশগ্রহণ করবেন না। এর ফলে জেরুজালেম ফিল্ম ফেস্টিভ্যাল, হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ডোকাভিভ, তেলআবিব ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল এবং টিএলভি ফেস্টের মতো গুরুত্বপূর্ণ আসরে থাকবে না তাদের সিনেমা বা উপস্থিতি।

‘ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন’-এর বিবৃতিতে বলা হয়েছে‘এমন এক সংকটময় মুহূর্তে, যখন বিশ্বের বহু সরকার গণহত্যাকে সমর্থন দিয়ে চলেছে, তখন এই ভয়াবহতাকে রুখে দিতে আমাদের সবকিছু করতে হবে। ইসরাইলি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান, পরিবেশক বা বিক্রয় এজেন্ট-কেউই কখনো ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়ায়নি’।

অভিনেত্রী হান্না আইনবাইন্ডার বলেন, ‘দুই বছর ধরে গাজায় যা ঘটছে, তা বিবেককে নাড়িয়ে দেয়। একজন ইহুদি আমেরিকান নাগরিক হিসেবে আমি মনে করি, গণহত্যা বন্ধ করতে আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত। এই গুরুত্বপূর্ণ সময়ে, যখন নেতারা ব্যর্থ হচ্ছেন, তখন শিল্পীদেরই এগিয়ে আসতে হব ‘।

এ তালিকায় আরো রয়েছেন এমা স্টোন, অলিভিয়া কোলম্যান, আয়ো এডিবেরি, লিলি গ্ল্যাডস্টোন, মার্ক রাফেলো, হান্না আইনবাইন্ডার, পিটার সারসগার্ড, আইমি লু উড, পাপা এসিডু, গ্যয়েল গার্সিয়া বার্নাল, রিজ আহমেদ, জেভিয়ার বারডেম, জো অ্যালউইন, জশ ও’কনর, মেলিসা বারেরা, সিনথিয়া নিক্সন, টিল্ডা সুইনটনসহ অনেক শিল্পী। এ ছাড়া নির্মাতাদের তালিকায় রয়েছেন- আভা ডুভার্নে, অ্যাডাম ম্যাককে, বুটস রিলে, এমা সেলিগম্যান, ইয়র্গোস ল্যান্থিমোস, জোশুয়া ওপেনহাইমার এবং মাইক লেই প্রমুখ।

আরও খবর

Sponsered content

সর্বশেষ সংবাদ
5:29 PM ফিলিস্তিনে নির্বিচারে হত্যা: ১২’শ শিল্পীর ইসরাইল বয়কটের ঘোষণা 5:21 PM প্রথমবার নারী বিশ্বকাপে একমাত্র বাংলাদেশি আম্পায়ার জেসি 4:52 PM রাজনৈতিক নেতা কার্কের হত্যাকাণ্ডে তারেক রহমানের নিন্দা 4:15 PM কারচুপির অভিযোগ এনে জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল 3:53 PM আবারও কুড়িলে সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা 3:24 PM নতুন করে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিল ডিএমপি 3:03 PM হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালিয়েছেন নেপালের মন্ত্রীরা! 2:09 PM জামায়াতের কোম্পানির ব্যালট কিনে জাকসুতে ভোট কারচুপির পাঁয়তারা চলছে : শেখ সাদী 1:48 PM গণভোট ও অধ্যাদেশসহ ৪ উপায়ে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ 1:33 PM হংকংয়ের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.