...
খেলা

নেপালে বাংলাদেশ দলে আতঙ্ক, পাশের বিল্ডিংয়ে অগ্নিসংযোগ

  প্রতিনিধি 9 September 2025 , 7:32:20 প্রিন্ট সংস্করণ

- বাংলাদেশ ফুটবল দল। টিম হোটেলের পাশে আগুন ( ছবি: ফেসবুক থেকে)

নেপালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন হয়েছে সরকারের। কাঠমান্ডুতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল যে হোটেলে অবস্থান করছে, তার কাছেই একটি ভবনে অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। এ কারণে বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে জামাল ভূঁইয়ারা সবাই হোটেলে নিরাপদে আছেন।

নিজের ফেসবুক পেজে হোটেলের পাশের ভবনে আগুন লাগানোর একটি ভিডিও আপলোড করেছেন, বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ভিডিওতে জামালকে বলতে শোনা গেছে, ‘এখানে মনে হয় নিরাপদ না। অন্য কোথাও যাবো কিনা।’ এই ভিডিও প্রসঙ্গে জাতীয় দলের স্ট্রাইকার সুমন রেজা কাঠমান্ডু থেকে গণমাধ্যমকে জানান। ‘আমাদের হোটেলের পাশে একটি বাসা সেটা। ওখানে সরকার দলীয় এক রাজনৈতিক নেতার বাসা। সেই বাসায় আগুন দেয়া হয়েছে।

বাংলাদেশ দল যে হোটেল আছে, এক পর্যায়ে ওই হোটেলে রাজনৈতিক কোনো নেতা আছেন কিনা খুঁজতে এসেছিলেন একদল বিক্ষোভকারী। সুমন রেজা বলেন, ‘হিল্টন হোটেলে আগুন দেয়ার পর আমরা ভীত হয়ে পড়ি। কখন কী হয়, বুঝতে পারছিলাম না। তখন আমরা সবাই লবিতে অপেক্ষা করেছিলাম। বিক্ষোভকারীরা আসলে হোটেল কর্তৃপক্ষ তাদের বোঝাতে সক্ষম হয় এখানে ফুটবলার আছেন, কোনো রাজনৈতিক নেতা নেই। আমাদের লবিতে দেখে আন্দোলনকারীরাও বুঝতে পেরেছেন। এখন আমাদের আতঙ্ক কমেছে।’

উল্লেখ্য, বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে এবং সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ জানাতে সোমবার (৮ সেপ্টেম্বর) নেপালের হাজার হাজার মানুষ রাজধানী কাঠমান্ডুসহ সারা দেশে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।

আরও খবর

Sponsered content

সর্বশেষ সংবাদ
7:32 PM নেপালে বাংলাদেশ দলে আতঙ্ক, পাশের বিল্ডিংয়ে অগ্নিসংযোগ 7:15 PM নেপালে পদত্যাগী প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, বিশৃঙ্খল পরিস্থিতি 6:16 PM ৫ ব্যাংক একীভূত করার পরিকল্পনা বাস্তবায়নে কমিটি 6:02 PM মা-মেয়ে হত্যার বিচার দাবিতে, কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ 5:50 PM ডাকসু নির্বাচন: সংঘাতমুক্তভাবে ভোটগ্রহণ সম্পন্ন 5:01 PM ডাকসু নির্বাচন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা 4:51 PM ডাকসু নির্বাচন: ‘বেলা তিনটা পর্যন্ত পড়েছে ৭০ শতাংশ ভোট’ 4:27 PM নেপালে বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা 4:03 PM ব্যালট পেপারে অনিয়মের অভিযোগ ভিপি প্রার্থী আবিদুলের 10:22 AM সকাল থেকে শান্তিপূর্ণভাবে চলছে ডাকসুর ভোটগ্রহণ
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.