...
আন্তর্জাতিক

নেপালে পদত্যাগী প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, বিশৃঙ্খল পরিস্থিতি

  প্রতিনিধি 9 September 2025 , 7:15:47 প্রিন্ট সংস্করণ

- নেপালে পদত্যাগী প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন। ছবি: রয়টার্স

বিক্ষোভের মুখে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। তাঁর পদত্যাগের ঘোষণার আগেই সকালে বিক্ষোভকারীরা ভক্তপুরের বালকোট এলাকায় তার ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেন। এ দিকে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করলে সেনারা ভৈসেপাতিতে হেলিকপ্টারে করে মন্ত্রীদের তাঁদের বাসভবন থেকে সরিয়ে নিতে শুরু করেন।

শুধু অলির বাড়িতে নয়, এদিন বিক্ষোভকারীরা ক্ষমতাসীন জোটের শরিক নেপালি কংগ্রেস পার্টির কেন্দ্রীয় কার্যালয়সহ কয়েকজন মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বাড়িতে হামলা চালান। এ সময় কয়েকটি বাড়িতে আগুনও ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

কর্মকর্তারা বলেন, বিক্ষোভকারীরা ভোরে মিছিল করে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে রওনা হন। পথে পুলিশ তাঁদের বাধা দেয়ার চেষ্টা করে। কিন্তু বিক্ষোভকারীরা পিছু হটতে অস্বীকৃতি জানান এবং বাধা উপেক্ষা করে সামনে অগ্রসর হন। শেষ পর্যন্ত বিক্ষোভকারীরা তাঁর বাসভবন প্রাঙ্গণে প্রবেশ করেন এবং সেখানে দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেন।

উল্লেখ্য, বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে এবং সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ জানাতে সোমবার (৮ সেপ্টেম্বর) নেপালের হাজার হাজার মানুষ রাজধানী কাঠমান্ডুসহ সারা দেশে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের বেশির ভাগই বয়সে তরুণ, যাঁদের জেন-জি প্রজন্ম বলা হয়।

আরও খবর

Sponsered content

সর্বশেষ সংবাদ
7:15 PM নেপালে পদত্যাগী প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, বিশৃঙ্খল পরিস্থিতি 6:16 PM ৫ ব্যাংক একীভূত করার পরিকল্পনা বাস্তবায়নে কমিটি 6:02 PM মা-মেয়ে হত্যার বিচার দাবিতে, কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ 5:50 PM ডাকসু নির্বাচন: সংঘাতমুক্তভাবে ভোটগ্রহণ সম্পন্ন 5:01 PM ডাকসু নির্বাচন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা 4:51 PM ডাকসু নির্বাচন: ‘বেলা তিনটা পর্যন্ত পড়েছে ৭০ শতাংশ ভোট’ 4:27 PM নেপালে বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা 4:03 PM ব্যালট পেপারে অনিয়মের অভিযোগ ভিপি প্রার্থী আবিদুলের 10:22 AM সকাল থেকে শান্তিপূর্ণভাবে চলছে ডাকসুর ভোটগ্রহণ 10:17 AM নেপালজুড়ে জেন-জিদের বিক্ষোভ, ছড়িয়ে পড়েছে সারাদেশে
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.