...
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপে চাপা মরদেহ, ক্ষুধায় প্রাণহানি-গাজায় মৃত্যুমিছিল থামছেই না

  নিজস্ব প্রতিবেদক 7 September 2025 , 9:23:10 প্রিন্ট সংস্করণ

ইসরায়েলের নিরলস হামলা, অবরোধ আর দুর্ভিক্ষে গাজায় প্রতিদিন প্রাণহানির ঘটনা ঘটছেই। গাজায় ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণে একদিনে কমপক্ষে আরও ৬৮ জন নিহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬৪ হাজারেরও বেশি মানুষ। মানবিক সহায়তা নিতে গিয়েও প্রাণ হারাচ্ছেন বহু ফিলিস্তিনি। রোববার (৭ সেপ্টেস্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, গাজায় ইসরায়েলের নিরলস হামলায় নিহতের সংখ্যা ৬৪ হাজার ৪০০ জনের কাছাকাছি পৌঁছেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৩৬৮ জনে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে আরও ৬৮ জনের মরদেহ আনা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন ৩৬২ জন। এতে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৬২ হাজার ৩৬৭ জনে।

বিবৃতিতে আরও বলা হয়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন, যাদের উদ্ধার করতে পারছেন না উদ্ধারকর্মীরা।

এদিকে গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ২৩ ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১৪৩ জন আহত হয়েছেন। চলতি বছরের মে মাসের ২৭ তারিখ থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৮৫ এবং আহত হয়েছেন ১৭ হাজার ৫৭৭ জনের বেশি মানুষ।

মন্ত্রণালয়ের তথ্যে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে আরও ৬ ফিলিস্তিনি মারা গেছেন, তাদের মধ্যে একজন শিশু। এতে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮২ জনে, যার মধ্যে ১৩৫ শিশু।

গত ২ মার্চ থেকে গাজার সব সীমান্ত ক্রসিং পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে ২৪ লাখ মানুষের এই ভূখণ্ড এখন ভয়াবহ দুর্ভিক্ষের মুখে। জাতিসংঘের সহায়তায় পরিচালিত খাদ্য নিরাপত্তা জরিপে ইতোমধ্যেই গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ নিশ্চিত হওয়া গেছে। সংস্থাটি আশঙ্কা করছে, চলতি মাসের শেষ নাগাদ এ দুর্ভিক্ষ আরও দক্ষিণে ছড়িয়ে পড়বে।

এছাড়া গত ১৮ মার্চ থেকে ইসরায়েল নতুন করে গাজায় হামলা শুরু করেছে। এ হামলায় এখন পর্যন্ত ১১ হাজার ৮২৮ জন নিহত এবং ৫০ হাজার ৩২৬ জন আহত হয়েছেন। এতে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যত ভেঙে গেছে।

এদিকে শুক্রবার গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ৭০০তম দিনে প্রবেশ করেছে। দীর্ঘ এ হামলায় গোটা ভূখণ্ড বিপর্যস্ত হয়ে পড়েছে এবং ভয়াবহ দুর্ভিক্ষে পড়েছে মানুষ।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আরও খবর

Sponsered content

সর্বশেষ সংবাদ
5:00 PM নির্বাচনে নিরাপত্তা দেওয়া পুলিশের জন্য ঐতিহাসিক পরীক্ষা: আইজিপি 4:57 PM দুবাইয়ে আবেদনময়ী লুকে মিষ্টি জান্নাত 4:34 PM আমানত বৃদ্ধি ও ঋণ বিতরণে উপশাখার প্রবৃদ্ধি: কেন্দ্রীয় ব্যাংক 4:08 PM কোনো ব্যাংক লোকসানে থাকলে, বোনাস পাবে না কর্মকর্তারা: গভর্নর 4:08 PM ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার 4:03 PM ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে: ইসি আনোয়ারুল 4:00 PM বদরুদ্দীন উমর ছিলেন মুক্তবুদ্ধি-প্রগতি সংগ্রামের উজ্জ্বল বাতিঘর: প্রধান উপদেষ্টা 3:54 PM টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর 3:50 PM বাণিজ্যচুক্তিভুক্ত দেশগুলোকে কিছু শুল্ক ছাড় দিয়ে ট্রাম্পের নতুন আদেশ 3:46 PM এশিয়া কাপে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তাসকিন
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.