...
শিরোনাম

ডাকসু নির্বাচন: ‘বেলা তিনটা পর্যন্ত পড়েছে ৭০ শতাংশ ভোট’

  প্রতিনিধি 9 September 2025 , 4:51:15 প্রিন্ট সংস্করণ

- ডাকসু নির্বাচনে ভোটাদের দীর্ঘ সারি। ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে বেলা তিনটা পর্যন্ত ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন, উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোট শেষ হওয়ার ঘণ্টা খানেক আগে তিনি এ তথ্য জানান। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন।

মঙ্গলবার আটটি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ বিকেল ৪টায়। সকাল ৮টা থেকে শুরু করে বেলা দেড়টা থেকে তিনটা নাগাদ বিভিন্ন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে, তার হিসাব সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে।

টিএসসি ভোটকেন্দ্রে বেলা দেড়টা পর্যন্ত ৩ হাজার ৩০০ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। যা এই কেন্দ্রের মোট ভোটারের প্রায় ৫৮ শতাংশ। কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা নাসরিন সুলতানা গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, বেলা দেড়টা পর্যন্ত টিএসসির ক্যাফেটেরিয়ার কক্ষে ১২টি বুথে ২ হাজার ১০০ জন এবং ইনডোর গেমস রুমের সাতটি বুথে ১ হাজার ২০০ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। ‘মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছে। সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারছে।’ শারীরিক শিক্ষা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৮৬১। বেলা আড়াইটা নাগাদ এই কেন্দ্রে ভোট পড়েছে প্রায় ৭৮ শতাংশ ।

বেলা আড়াইটা পর্যন্ত জগন্নাথ হলের ২ হাজার ২২৯ ভোটের মধ্যে ১ হাজার ৭২৬ (৭৭ শতাংশ), জহুরুল হক হলের ১ হাজার ৯৬৩ ভোটের মধ্যে ১ হাজার ৫৭৫ (৮০ শতাংশ) ও এস এম হলের ৬৬৯ ভোটের মধ্যে ৪৮৫ ভোট (৭২ শতাংশ) পড়েছে। জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, এস এম হলের প্রাধ্যক্ষ আব্দুল্লাহ-আল-মামুন ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ ফারুক শাহ আলাদা করে স্ব স্ব হলের ভোট পড়ার এ তথ্য জানান।
সিনেট ভবন কেন্দ্রে বেলা আড়াইটা পর্যন্ত অন্তত ৮২ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন কেন্দ্রটির দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তারা।

সিনেট ভবনে মোট তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। এগুলো হলো ডাইনিং রুম, সেমিনার রুম ও অ্যালামনাই ফ্লোর কেন্দ্র। তিনটি কেন্দ্রে মোট ভোটারসংখ্যা ৪ হাজার ৮৩৫। এর মধ্যে বেলা আড়াইটা পর্যন্ত ভোট পড়েছে ৪ হাজার। ডাইনিং রুম কেন্দ্রে বিজয় একাত্তর হলের ২ হাজার ৪৩ শিক্ষার্থী ভোটার। দুপুর আড়াইটা পর্যন্ত এখানে ১ হাজার ৮০০ ভোট পড়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক তৌহিদুল ইসলাম।
সেমিনার রুম হলে মুহসীন হলের ১ হাজার ৪০৯ ভোটার। দুপুর আড়াইটা পর্যন্ত এখানে ১ হাজার ১০০ ভোট পড়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক শামীম আহেমদ।

অ্যালামনাই ফ্লোর কেন্দ্রে স্যার এ এফ রহমান হলের ১ হাজার ৩৮৩ শিক্ষার্থী ভোটার। এখানে দুপুর আড়াইটা পর্যন্ত ১ হাজার ১০০ ভোট পড়েছে বলে জানান, রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মিজানুর রহমান। বেলা আড়াইটার দিকে সিনেট ভবনের তিনটি কেন্দ্র পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা।

সর্বশেষ সংবাদ
5:01 PM ডাকসু নির্বাচন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা 4:51 PM ডাকসু নির্বাচন: ‘বেলা তিনটা পর্যন্ত পড়েছে ৭০ শতাংশ ভোট’ 4:27 PM নেপালে বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা 4:03 PM ব্যালট পেপারে অনিয়মের অভিযোগ ভিপি প্রার্থী আবিদুলের 10:22 AM সকাল থেকে শান্তিপূর্ণভাবে চলছে ডাকসুর ভোটগ্রহণ 10:17 AM নেপালজুড়ে জেন-জিদের বিক্ষোভ, ছড়িয়ে পড়েছে সারাদেশে 10:09 AM ডাকসু নির্বাচন : নারী ভোটকেন্দ্রে লম্বা লাইন 11:49 PM রাত পোহালেই ডাকসু নির্বাচন : যেভাবে ভোট দেবেন ভোটাররা 9:35 PM ডাকসু নির্বাচন: বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ দিন আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ 9:18 PM উত্তাল কাঠমান্ডু: বাংলাদেশ–নেপাল ম্যাচ বাতিল
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.