প্রতিনিধি 8 September 2025 , 9:35:48 প্রিন্ট সংস্করণ
ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায় আগামী ৩ দিনের জন্য সব ধরনের আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত ৮টা থেকে এ নিষেধাজ্ঞা শুরু হবে এবং বলবৎ থাকবে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত। জনশৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)–এর ২৮ (১) ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার ডাকসু নির্বাচন। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এ উপলক্ষে সোমবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে।