প্রতিনিধি 1 September 2025 , 1:33:29 প্রিন্ট সংস্করণ
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আলিজেহ শাহ প্রচণ্ড মানসিক চাপে ভুগছেন। সম্প্রতি নিজের মনের আঘাত ও মানসিক সমস্যার কথা জানিয়ে সবাইকে বিস্মিত করেছেন অভিনেত্রী। জানিয়েছেন, দীর্ঘ সময় টানা শুটিং এবং শোবিজের বিষাক্ত পরিবেশ তার মন ভেঙে দিয়েছে এবং তিনি বর্তমানে পোস্ট-ট্রমেটিক স্ট্রেস ডিজঅর্ডার (PTSD) মোকাবিলা করছেন।
ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করে আলিজেহ জানিয়েছেন, ১২ ঘণ্টার দীর্ঘ শুটিং এবং সেটে যে অসহনীয় আচরণ সহ্য করতে হয়েছে, তাতে তার নিজের ওপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল।
‘মানুষ মনে করে আমি নতুন কাজের জন্য এসব কথা বলছি, কিন্তু এই ভুল ধারণা আমার অনেক ব্যথা দেয়। আমি PTSD-র সঙ্গে লড়ছি’,—যোগ করেন অভিনেত্রী। পাশাপাশি তিনি বলেন, এসব অভিজ্ঞতা তার আত্মঘৃণার কারণ হয়ে দাঁড়িয়েছে।
শোবিজের বিষাক্ত সংস্কৃতির কড়া সমালোচনা করেন আলিজেহ। তিনি বলেন, শোবিজের জগৎ অত্যন্ত হীনমন্যতা ও অবমাননায় ভরা, সেখানে আমাকে প্রায়ই ‘কিছুই নয়’ মনে করা হতো। তিনি স্পষ্ট করে দিয়েছেন, কোনো সহানুভূতির কারণে বা দয়া করে তাকে কোনো কাজ দেওয়া হোক, সেটি তিনি চান না; তিনি শুধু শান্তিতে থাকতে চান, কারণ এসব স্মৃতি তাকে এখনো মানসিক কষ্ট দিচ্ছে।