প্রতিনিধি 4 September 2025 , 7:45:08 প্রিন্ট সংস্করণ
ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। নির্বাচিত হয়ে তিনি ঘরোয়া পর্যায়ে খেলা ক্রিকেটারদের সুযোগ-সুবিধা ও দাবি-দাওয়া আদায়ে প্রয়োজনে বোর্ডের সঙ্গে লড়াই করবেন বলে জানিয়েছেন।
সভাপতি নির্বাচনে মিঠুনই অধিকাংশ ভোট পেয়েছেন। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত অনলাইন ও অফলাইন ভোটে মোট ২১৫ জনের ভোটাধিকার ছিল। এর মধ্যে ১৮৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। মিঠুন ১৫৪ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ ৩৪ ভোট পেয়েছেন।
কোয়াবে নির্বাচনের জন্য ১১টি পদ আছে। তবে ১০ পদে একজনের বেশি প্রার্থী পাওয়া যায়নি। যে কারণে বিনা প্রতিদ্বন্দ্বীতায় তারা -*নির্বাচিত হয়েছেন। এর মধ্যে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাজমুল শান্ত, মেহেদী মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ ও ইমরুল কায়েস পাস করেছেন।
কোয়াব দেশের ক্রিকেটারদের সকল বিষয় দেখভাল করে। তবে গত কয়েক বছর সংগঠনটি ক্রিকেটারদের জন্য বলার মতো কিছু করতে পারেননি। অকার্যকর হয়ে পড়েছিল। তখন কোয়াবে সাবেক ক্রিকেটাররা থাকতেন। সেটি সংশোধন করে এবার ক্রিকেট খেলছেন এমন ব্যক্তিদের নির্বাচন করার অনুমতি দেওয়া হয়।
সক্রিয় ক্রিকেটাররা নির্বাচন করতে চাওয়ার কারণ- মাঠের ক্রিকেট যেহেতু তারা খেলেন তাদের কোথায় কী অসুবিধা, কোথায় তারা বঞ্চিত সেটা তারাই ভালো জানেন। তাদের যুক্তি নায্য বিবেচনা করে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়। এছাড়া মিঠুন অনেক দিন ধরেই ক্রিকেটারদের দাবি-দাওয়া নিয়ে সক্রিয় ছিলেন। কোয়াবের এই কমিটি দুই বছর দায়িত্ব পালন করবে।