...
অর্থনীতি

কাতারে হামলার পর বিশ্ববাজারে বেড়েছে জ্বালানী তেলের দাম

  প্রতিনিধি 10 September 2025 , 6:56:29 প্রিন্ট সংস্করণ

- বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। (প্রতিকী ছবি)

ইসরাইলি বাহিনী কাতারে হামলার পর ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ান তেল ক্রেতাদের ওপর শুল্ক আরোপের আহ্বানের কারণে বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববাজারে জ্বালানী তেলের দাম বেড়েছে। তবে দুর্বল চাহিদা ও বাজারের সামগ্রিক মনোভাবের কারণে এই বৃদ্ধির গতি সীমিত ছিল।

এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬৭ ডলারে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড তেলের দাম ৬১ সেন্ট বা ০.৯৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬৩.২৪ ডলারে।

বিদেশী গণমাধ্যমে প্রচারিত খবরে বলা হয়েছে, ওএএনডিএ-এর সিনিয়র বাজার বিশ্লেষক কেলভিন ওং জানিয়েছেন, কাতারে ইসরায়েলের নজিরবিহীন হামলার কারণে মধ্যপ্রাচ্যে তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যদি ওপেকপ্লাস সদস্যদের তেল স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হয়, তাহলে স্বল্পমেয়াদে তীব্র সরবরাহ সংকট দেখা দিতে পারে।

উল্লেখ্য, এই হামলায় ইসরাইল দাবি করেছে, তারা হামাস নেতৃত্বকে লক্ষ্য করেছে। অপরদিকে, কাতারের প্রধানমন্ত্রী এই হামলাকে শান্তি আলোচনার জন্য বড় হুমকি বলে বর্ণনা করেছেন। এ কারণে হামলার পর বাজারে প্রথমে তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়ে যায়, তবে পরে যুক্তরাষ্ট্র দোহাকে আশ্বস্ত করে যে এরকম ঘটনা আর ঘটবে না এবং সরবরাহে কোনো তাৎক্ষণিক বিঘ্ন না ঘটায় মূল্যবৃদ্ধি স্থিতিশীল হয়ে পড়ে।

আরও খবর

Sponsered content

সর্বশেষ সংবাদ
6:56 PM কাতারে হামলার পর বিশ্ববাজারে বেড়েছে জ্বালানী তেলের দাম 6:40 PM চাঁদপুরে যানবাহন চালকদের বিক্ষোভ, নতুন নিয়ম প্রত্যাখ্যান! 6:15 PM রাজধানীর মোহাম্মদপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু 5:51 PM স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন, নেত্রকোনায় ১৪৩ জনকে নিয়োগ 5:17 PM বাংলাদেশ খুব মানসম্পন্ন দল: হংকং কোচ 4:01 PM এনসিপি থেকে ২ সাবেক সেনা কর্মকর্তার পদত্যাগ 3:54 PM মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত 2:20 PM জাতির উদ্দেশে ভাষণে কড়া সতর্কবার্তা দিলেন নেপালের সেনাপ্রধান 1:47 PM ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা সালাহউদ্দিন 12:47 PM শেখ হাসিনার পূবালী ব্যাংকের লকার জব্দ
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.