প্রতিনিধি 10 September 2025 , 7:37:01 প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইলে শুটিং ইউনিট বহনকারী পিকআপ ৫ সেপ্টেম্বর দুর্ঘটনায় পতিত হলে, গুরুতর আহত লাইটম্যান রবিনকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। অস্ত্রোপচার কক্ষের সামনে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ফিরে আসতে পারব কি না জানি না। তবে এর বিচার চাই। আমার জীবন শেষ হয়ে গেল।’
রবিনের একটি হাত ইতোমধ্যেই কেটে ফেলা হয়েছে। তার পায়ের অবস্থাও গুরুতর; যে কোনো সময় সেটিও কেটে ফেলতে হতে পারে। এ ঘটনায় তার পরিবার ও সহকর্মীরা গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।
ঘটনার সময় ভোরে পরিচালক আরিফ সজীবের শুটিং ইউনিট বহনকারী একটি পিকআপ টাঙ্গাইলে দুর্ঘটনায় পড়ে উল্টে যায়। এতে রবিন ও চালকসহ ৭জন গুরুতর আহত হয়েছেন।
সংগঠনের নেতারা অভিযোগ করেছেন, দুর্ঘটনার পর পরিচালক ও তার টিম আহতদের পাশে দাঁড়াননি; বরং শুটিং চালিয়ে গেছেন। যা শ্রম আইনের দায়িত্ব ও নৈতিকতার সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেন তারা।